লিয়াকত আলীর বড় মেয়ে সালমা খানম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবা নয়মাস আগে মারা যায়। মারা যাওয়ার পরে পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। ভোরে খবর পাই কবরস্থান থেকে বাবার লাশ চুরি হয়েছে। বাবার কবর খোঁড়া। কবরের পাশেই কাফনের কাপড়, শরীরের চামড়া ও চুল দাঁড়ি পড়ে আছে। হাড়গুলো চোরেরা নিয়ে গেছে।